ঢাকায় এসেছে উইন্ডিস ক্রিকেট টিম
তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ খেলার লক্ষে উইন্ডিজ ক্রিকেট টিম ঢাকায়
- By --
- Sunday, 10 Jan, 2021
.jpeg)
তিন ওয়ানডে ও ২ টেস্ট সিরিজ খেলার লক্ষে উইন্ডিজ ক্রিকেট টিম রবিবার সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হোটেলে কোয়ারেন্টাইনে আছে।
তিনদিন হোটেলে থাকার পর করনা টেস্ট এর পর ফলাফল পেলে মাঠে অনুশীলনের সুযোগ পাবে সফরকারী দল উয়েস্ট ইন্ডিজ।